গুণবতী ইউনিয়নের বর্ণনা

গুণবতী ইউনিয়ন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

গুণবতী ইউনিয়ন পরিষদ ভবন

ইতিহাস

ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী “গুণবতী” এর নামানুসারে এই এলাকাটির নামকরণ করা হয়।

ভাষা ও সংস্কৃতি

গুণবতী ইউনিয়নের ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। গুণবতী ইউনিয়নের আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা অঞ্চলের ভাষার, লাকসাম উপজেলার আঞ্চলিক ভাষার নোয়াখালি এলাকার ভাষার অনেকটাই সাযুজ্য রয়েছে। ভাষা সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ভৌগলিক অবস্থান

গুণবতী ইউনিয়নের আয়তন ২০.৪০ বর্গ কি: মি:। এটি চৌদ্দগ্রাম থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

প্রশাসনিক এলাকা

আয়তন ২০.৪০ (বর্গঃ কি.মি.)
জনসংখ্যা ৩৬৭৮৯ জন
ডাকঘর কোড ৩৫৮৩
গ্রাম সংখ্যা ২৯ টি
মৌজা নং ৩২
পোস্ট অফিস ১ টি
নদ-নদী ০২ টি
হাট-বাজার ২৯ টি
ব্যাংক ৫ টি
শিক্ষার হার ৫৫%

শিক্ষা

এখানে ১টি ডিগ্রী কলেজ, ৮টি ‘মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

  • গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • গুনবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়
  • গুনবতী বালিকা উচ্চ বিদ্যালয়
  • সুরিকরা জুনিয়র হাই স্কুল
  • গুণবতী প্রি ক্যাডেট ইন্সটিউট
  • আদর্শ প্রি ক্যাডেট ইন্সটিউট
  • ইউসুফ প্রি ক্যাডেট ইন্সটিউট
  • বুধড়া মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

  • সুরিকরা প্রাথমিক বিদ্যালয়
  • সুরিকরা হলি ফ্লাওয়ার একাডেমি
  • পরিকোট প্রাথমিক বিদ্যালয়
  • ফুলের নাওড়ী প্রাথমিক বিদ্যালয়
  • খাটরা প্রাথমিক বিদ্যালয়
  • গুনবতী প্রাথমিক বিদ্যালয়
  • বুধড়া প্রাথমিক বিদ্যালয়
  • চাপালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়
  • আকদিয়া প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়
  • দশবাহা প্রাথমিক বিদ্যালয়
  • রাজভল্লবপুর প্রাথমিক বিদ্যালয়
  • রামপুর প্রাথমিক বিদ্যালয়

মাদ্রাসা

  • গুনবতী ফাজিল মাদ্রাসা
  • জামিয়া ফারুকিয়া মাদ্রাসা
  • সুরিকরা দাখিল মাদ্রাসা
  • দক্ষিন শ্রীপুর দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা
  • দক্ষিন শ্রীপুর দারুস সালাম বালক দাখিল মাদ্রাসা
  • দশবাহা দাখিল মাদ্রাসা।
  • রাজভল্লবপুর জব্বরিয়া মাদ্রাসা।
  • রাজভল্লবপুর হাফেজিয়া মাদ্রাসা।

যাতায়াত ব্যবস্থা

গুণবতীতে একটি রেলস্টেশন, একটি সিএনজি স্টেশন এবং একটি নৌ-ঘাট রয়েছে ফলে সারাদেশের সাথে সড়ক, রেল ও নৌ-ওগাযোগ ব্যবস্থা বিদ্যমান।

Gunabati Railway Station

গুণবতী রেলস্টেশন

সড়ক পথ বাস বাসস্ট্যান্ড ভাড়া
ঢাকা টু গুণবতী স্টার লাইন(ঢাকা থেকে পদুয়া বাজার) টিটিপাড়া, সায়েদাবাদ ২৭০ টাকা (প্রায়)
  ড্রীম লাইন(ঢাকা থেকে পদুয়া বাজার) টিটিপাড়া, সায়েদাবাদ ২৪০ টাকা (প্রায়)
  সেবা ট্রান্সপোর্ট(ঢাকা থেকে পদুয়া বাজার) সায়েদাবাদ ২২০ টাকা (প্রায়)
চট্টগ্রাম টু গুণবতী স্টার লাইন (চট্টগ্রাম থেকে ফেনী) এ.কে খান বাস স্ট্যান্ড ২০০ টাকা (প্রায়)
  সৌদিয়া (চট্টগ্রাম থেকে পদুয়া বাজার)   ২৪০ টাকা (প্রায়)
  তিশা (চট্টগ্রাম থেকে পদুয়া বাজার)   ২৪০ টাকা (প্রায়)
কুমিল্লা টু গুণবতী যমুনা(কুমিল্লা থেকে পদুয়া বাজার) জাঙ্গালিয়া ৫০ টাকা (প্রায়)
  মদিনা(কুমিল্লা থেকে পদুয়া বাজার) চকবাজার ৫০ টাকা (প্রায়)
ফেনী টু গুণবতী যমুনা(ফেনী থেকে পদুয়া বাজার) মহিপাল ১০ টাকা (প্রায়)
  মদিনা(ফেনী থেকে পদুয়া বাজার) ট্রাংক রোড ১০ টাকা (প্রায়)

পদুয়া বাজার থেকে সিএনজি করে সরাসরি গুণবতী যেতে পারেন। ভাড়াঃ ২০ টাকা (প্রায়)

অর্থনীতি

ব্যাংক সমূহ

  • জনতা ব্যাংক
  • শাহাজালাল ইসলামী ব্যাংক
  • এনআরবি গ্লোবাল ব্যাংক
  • সাউথ ইস্ট ব্যাংক
  • পূবালী ব্যাংক

দর্শনীয় স্থান

  • গুণবতী রেলস্টেশন
  • গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ
  • ডাকাতিয়া নদী
  • পরিকোট রেলওয়ে ব্রীজ
  • আকদিয়া নতুন ব্রীজ
  • দশবাহা ঈদগাহ ময়দান
  • দশবাহা মাদ্রাসা
  • খাটরা ঈদগাহ ময়দান

গ্রাম সমূহ

  1. সুরিকরা
  2. ফুলের নাওড়ী
  3. দশবাহা
  4. উত্তর পিরিজকরা
  5. ঝিকড্ডা
  6. পরিকোট
  7. আকদিয়া
  8. কৈতরা
  9. খাটরা
  10. চাঁপাচৌ
  11. চাপালিয়া পাড়া
  12. দক্ষিণ শ্রীপুর
  13. দক্ষিণ পিরিজকরা
  14. বুধড়া
  15. কর্তাম
  16. রাজভল্লবপুর
  17. রামপুর
  18. বিষ্ণুপুর
  19. সুর্বনপুর
  20. গজারিয়া
  21. ময়ুরপুর
  22. আখিরতলা
  23. বড়খাইয়াজলা
  24. গদানগর
  25. গুনবতী বাজার
  26. নারায়নপুর
  27. বাগেরঠাম
  28. গুনবতী

Leave a comment